হবিগঞ্জে বাসে গ্যাস নেওয়ার সময় আগুন, পুড়ল ১২ গাড়ি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৪৩ পিএম
আগুনে পুড়ে যাওয়া গাড়ি।
হবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে গেছে ৯টি সিএনজি অটোরিকশা, একটি বাস ও দুটি মোটরসাইকেল। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা গাড়িগুলোতে।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. হাবিবুর রহমান বলেন, বাসে গ্যাস রিফুয়েলিং চলাকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।



