বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। ছবি : সংগৃহীত
মাদারীপুরে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একটি গ্রামীণ সড়ক এখন চরম বেহাল অবস্থায়। প্রতিদিন কয়েক শ মানুষকে কাদাপানি ও গর্ত এড়িয়ে চলতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, সামান্য বৃষ্টি হলেই ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়। ফলে তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের আব্বাস মাতুব্বরের বাড়ির সেতু থেকে ইতালি ব্রিকস্ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। প্রতিদিন কয়েক শ মানুষ এ সড়ক ব্যবহার করলেও এর অধিকাংশ অংশ কাদা ও পানিতে ভরা থাকে। একমাত্র যোগাযোগের পথ হওয়ায় বাসিন্দাদের কষ্ট স্বাভাবিক জীবনযাত্রাকেও বিপর্যস্ত করছে।
গ্রামবাসী জানান, পাঁচ বছর ধরে বারবার ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ধরনা দিয়েও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ হয়নি। পরে ব্যক্তিগতভাবে সংস্কারের চেষ্টা করলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এ অবস্থায় গত মঙ্গলবার (১৯ আগস্ট) তারা সড়কের পাশে মানববন্ধন করেন।
স্থানীয় সজীব হোসেন বলেন, প্রতিদিন কাদাপানি আর গর্তের মধ্যে দিয়ে হাঁটতে হয়। অবস্থা এতটাই খারাপ যে, চলাচলই মুশকিল।
অন্য এক বাসিন্দা সাবিনা বেগম জানান, কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে খুব সমস্যা হয়। এটাই আমাদের একমাত্র পথ। প্রায় ৫০০-৬০০ পরিবার প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। তাই দ্রুত সংস্কার চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির ছবি দেখেছি। অবস্থা খুবই খারাপ। উপজেলা পরিষদ কিংবা এলজিইডির মাধ্যমে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া জানান, বর্তমানে কোনো বরাদ্দ নেই, কোনো প্রকল্পও হাতে নেই। তবে সরেজমিন পরিদর্শন করা হবে এবং বরাদ্দ পেলেই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।



