Logo
Logo
×

সারাদেশ

বৃষ্টিতে মরিচের সরবরাহ কম, কেজি ৩০০ টাকা ছাড়াল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম

বৃষ্টিতে মরিচের সরবরাহ কম, কেজি ৩০০ টাকা ছাড়াল

ছবি : সংগৃহীত

ফেনীতে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে কেজিপ্রতি ৩৫০ টাকায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। গত এক মাস আগেও এই পণ্যটির দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। সরবরাহ সংকট, বন্যা এবং অতিবৃষ্টির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার বাজারগুলোতে সরেজমিনে দেখা গেছে, ফেনীর পাইকারি বাজার থেকে ৩০০ থেকে ৩২০ টাকা দরে কাঁচামরিচ কিনে খুচরা পর্যায়ে ৩৫০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য সবজির দামও ৮০ টাকার ঊর্ধ্বে রয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

জুলাই মাসে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কৃষকরা কাঁচামরিচসহ বিভিন্ন সবজির চাষ করতে পারেননি। ফলে উৎপাদন ঘাটতি আরও প্রকট হয়েছে। ব্যবসায়ীরা জানান, অতিবৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে গেছে এবং আড়তদার ও পাইকারি বিক্রেতারা সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নিচ্ছেন।

ছাগলনাইয়া বাজারের একাধিক দোকানদার জানান, বর্তমানে সব ধরনের কাঁচা তরকারির দাম আকাশছোঁয়া। বাজার করতে আসা শেখ কামাল বলেন, “শুধু কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজিই ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এমনিতেই ফেনী বন্যাকবলিত এলাকা, তার মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দিশেহারা।”

স্থানীয়রা মনে করছেন, বাজারে নজরদারি বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন