হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে একাধারে দশ থেকে বারো রাউন্ড গুলি ছুঁড়লেও বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের কাশেম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে রয়েছে হামলার শিকার ওই বাড়ির পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সকাল ১১ টার দিকে দুটি মোটরসাইকেলযোগে মাক্স পরিহিত ছয় যুবক বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে দোতলার বারান্দা ও নিচ তলার জানালা লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় বারান্দা ও জানালার গ্লাস ভেদ করে গুলি ঘরের ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা গুলি ছোঁড়ার পরে দ্রুত পালিয়ে যায়।’
বাড়ির কেয়ারটেকার নুর নবী আরও জানান, ‘বাড়ির বড় ছেলে আবুল কালাম সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। তার পরিবার উমরা করতে সৌদিতে অবস্থান করছেন। অপরদিকে ছোট ছেলে ব্যবসায়ী কাজে ঢাকায় অবস্থান করছেন। তবে গুলি ছোঁড়ার লক্ষ্য জাহাঙ্গীর আলমের দোতলার ঘর ও আবুল কালামের নিচতলার রুমের জানালা। কি কারণে এ ঘটনা তা জানেন না পরিবারের কেউ।’
এদিকে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বেলা সাড়ে চারটার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, ঘটনার পর পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে তারা এ ঘটনায় থানায় এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।



