Logo
Logo
×

সারাদেশ

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম

সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে লুট করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির বিশেষ টহলদল আদর্শগ্রামে এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ উৎমাছড়া দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। তবে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামে মজুদ করছিল। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারা এসব পাথর দেশের অন্য কোথাও পাচার করতে পারেনি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া পাথরের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২ লাখ ঘনফুট হিসেবে ধারণা করা হচ্ছে। পরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন