ছবি-যুগের চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া কবি নজরুল পাঠাগারকে আবারও সহযোগিতা করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের দিয়ে পরিচালিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কথন ও কবি নজরুল পাঠাগারকে এর আগেও বই উপহার দিয়েছিলেন জেলার এই অভিভাবক।
জেলার চাষাড়া এলাকার শিক্ষার্থী সাদিয়া সুলতানা যুথি সংগঠন দুটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ১৪ আগস্ট লিখিত আবেদন করেন দুটি বুক শেল্ফ ও কিছু চেয়ার চেয়ে।
বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা, পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে সংগঠন দুটি। পাঠাগারটি ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হয়েছে বলে জানা গেছে।
সাদিয়া সুলতানা যুথি, যিনি কবি নজরুল পাঠাগারের দায়িত্বে আছেন, তিনি এ প্রতিবেদককে জানান—কথন–এর উদ্যোগে ইতোমধ্যে দুটি সাময়িকী প্রকাশিত হয়েছে, যা এরই মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এছাড়াও প্রতি মাসে একটি আলোচনা সভা, সাপ্তাহিক পাঠচক্র ও মনীষী স্মরণ আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন,“জেলা প্রশাসক আমাদের এর আগে বই দিয়ে সহযোগিতা করেছেন। বর্তমানে পাঠাগারে দুটি বুক শেল্ফ আছে। এখন আমাদের আরও বুক শেল্ফ ও চেয়ারের প্রয়োজন। দুটি বুক শেল্ফ হলে আমরা কার্যক্রম আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবো। ভেবেছিলাম, অল্প কিছু দিন আগেই যেহেতু জেলা প্রশাসক আমাদের বই উপহার দিয়েছেন, তাই হয়তো এবার আমাদের আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু তিনি আমাদের কিছুটা অবাক করে দিয়েই পাঠাগারের জন্য দুটি শেল্ফ কেনার জন্য আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করলেন।”
নারায়ণগঞ্জে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চা উৎসাহিত করতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গত ১৩ জুলাই জেলা সদর উপজেলার কবি নজরুল পাঠাগারসহ ২০টি পাঠাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের বই উপহার দেন।



