Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Icon

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ছবি-যুগের চিন্তা

খুলনার পাইকগাছায় র‍্যালি,উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা,মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি প্রতিপাদ্য বিষয়ের উপর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, "মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার " শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও সায়মা সুলতানা সোনিয়া, উপজেলা প্রাথমিক এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার,সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, মো.আব্দুল আজিজ, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, উদ্যোক্তা মেহেদী হাসান শিক্ষক প্রদীপ শীল ও হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া,বিএনপি নেতা সেলিম রেজা লাকি, প্রণব কান্তি মন্ডল,ক্ষেত্র সহকারী রণবীর সরকার, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বারসাধারণ সম্পাদক বেলাল মোড়ল

অনুষ্ঠানে সফল চিংড়ী চাষি হিসেবে আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু, মৎস্য চাষি সিদ্দিক আলী, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেনমৎস্য উদ্যোক্তা মেহেদী হাসান কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন