বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের দাবি
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করা+ হয়েছে। রবিবার শহরের একটি রেস্টুরেন্টে এলাকাবাসীর পক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। সন্মেলনে এ্যাডভোকেট মোহাম্মদ রহমত উল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন।
এই সময়ে মোহাম্মদ রেজাউল করিম, এ্যাডভোকেট জিল্লুর রহমান, ছাত্রনেতা আল আমিন, ছাত্রনেতা আলমগীর হোসেন ও রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
দেশের সবছেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি যার আয়তন ১৯৩১.২৮ বর্গকিলোমিটার। এখানে দুইটি পুলিশ থানা, একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়ন রয়েছে। এখানে প্রায় ১ লাখ ৩০ হাজার লোকের বাস। স্বাধীনতার ৫৪ বছর পর এখানে কোন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপিত হয়নি।
ফলে এখানে কোন অগ্নি দুর্ঘটনা ঘটলে খাঘড়াছড়ি দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস কর্মী এসে আগুন নেভাতে হয়। ইতোমধ্যে স্টেশন স্থাপনের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন। এর পর কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।



