ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর লুট ও চুরির ঘটনায় ১,৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
মামলাটি শুক্রবার বিকালে করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে বিভিন্ন সময়ে ভোলাগঞ্জের গেজেটভুক্ত কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের পরিচয় আগে শনাক্ত করা যায়নি।
ওসি উজায়ের আল মাহমুদ জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পাথর লুট চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এছাড়া চেকপোস্টে ডাম্পট্রাকসহ সাদা পাথর পরিবহনের সময় আরও দুইজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, পাথর লুটপাট ও চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



