Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ৪ বছরের শিশু নিখোঁজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ৪ বছরের শিশু নিখোঁজ

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট ‘লালন তরী’ থেকে পানিতে পড়ে মাসুম নামে চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলার ছিলানী গ্রামসংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

নিখোঁজ মাসুম সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র সন্তান। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর চাচা শিশু মিয়া জানান, সিলেট থেকে ২০ জনের একটি দল ‘লালন তরী’ নামের হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেন। চলন্ত অবস্থায় মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল। হঠাৎ জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার বাবা কবির হোসেন পানিতে লাফ দিলেও ছেলেকে খুঁজে পাননি।

কবির হোসেন জানান, সন্তান পানিতে পড়ে যাওয়ার মুহূর্তেই তিনি উদ্ধার চেষ্টা করেন, কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়।

এ ঘটনায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন