Logo
Logo
×

সারাদেশ

শিশু অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম

শিশু অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ছবি-যুগের চিন্তা

কক্সবাজারে রামু উপজেলার ঈদগড়ের নয়া পাড়া থেকে ৮ বছরে মেয়ে জুঁই আক্তারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর ফোনে ১০ লাখ মুক্তিপণ দাবিও করা হচ্ছে।

বিষয়টি লিখিতভাবে পুলিশকে অবহিত করা হলে ওসি বলছেন তিনি জানেন না।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১২ টার সময়ে ঈদগড়ে নয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

অপহৃত মেয়েটির নাম জুঁই আক্তার (৮)।তিনি কুমিল্লার কাঞ্চন নগরের মো. জুয়েলের মেয়ে। কিছুদিন পূর্বে সে ঈদগড়ের ৬ নং ওয়ার্ডের নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

অপহরণের শিকার জুঁই আক্তারের ফুফা কালু ড্রাইভার জানান, অপহরণের পর মুঠোফোনে যোগাযোগ করে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম কমরু জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফা কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

তিনি আরো জানান ১০-১২ কিলোমিটারের ঈদগাঁও-ঈদগড় সড়কটি বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে। প্রায় সময় এ সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত এ সড়কে পুলিশের টহল থাকে। জরুরি প্রয়োজনে কেউ সড়ক দিয়ে ঈদগাঁও সদরে কিংবা ঈদগাঁও থেকে ঈদগড়-বাইশারী যেতে চাইলে পুলিশ নিরাপত্তা দেয়।

এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া, হিমছড়িসহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা এর আগেও ঘটেছে। এ কারণে উপজেলার লোকজন সন্ধ্যার পর ওই সড়কে চলাচলে শঙ্কিত থাকেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন