বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল শাজাহানপুরের জোকা এলাকার আব্দুল জলিল কেরানীর ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। তিনি আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর সহযোগী। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



