Logo
Logo
×

সারাদেশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

ছবি : সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে যমুনা সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করলে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

যমুনা সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। অবরোধের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে বুধবার (১৩ আগস্ট) তারা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন, যাতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়।

প্রতিক্রিয়া না পেয়ে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন, রোববার মহাসড়ক অবরোধ, নবীনবরণ ও সেমিনার আয়োজনসহ নানা কর্মসূচি পালন করেছে, যাতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ থেকেছে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন