Logo
Logo
×

সারাদেশ

টানা বৃষ্টিতে পাহাড় ধস, চাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১১:২৮ এএম

টানা বৃষ্টিতে পাহাড় ধস, চাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত

গত দুই দিনের টানা বর্ষণের কারণে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। 

রবিবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম, মেয়ে ময়না আকতার ও নাতি আবু তোহা। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ার আলমের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে। তৎক্ষনাৎ এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেওয়াল অপসারণ করে নিহতদের উদ্ধার করে। ওই সময় সেখান থেকে পরিবারের অন্য সদস্যকে আহত অবস্থায় করা হয়েছে।

ওসি মো. ইলিয়াছ বলেন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারাসহ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতেও কাজ করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন