স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম
বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে সমবেত হয়ে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে স্টেশন মাস্টার মাসুম আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অবরোধের কারণে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকে আছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটতে পারে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, এই রেলপথ দিয়ে প্রতিদিন প্রায় ৩০টি যাত্রীবাহী এবং ২-৩টি মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ১০টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন পায়নি। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচিতে নেমেছেন।
উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধ চলাকালে রেলের নিরাপত্তায় স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



