Logo
Logo
×

সারাদেশ

৭ দিন পর কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধ

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম

৭ দিন পর কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধ

ছবি-যুগের চিন্তা

কাপ্তাই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসে। যার ফলে কাপ্তাই বাধঁ বিপদ মুক্ত হওয়ায় টানা সাত দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার নিচে দিয়ে প্রভাহিত হওয়ায় মঙ্গলবার সকাল আটটা থেকে স্পিল ওয়ে দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করা হয়।

বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৭ দশমিক ৫ ফুট মিনস সি লেভেল। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ৩২ হাজার পানি নিষ্কাষিত হচ্ছে। যা দিয়ে সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।এর আগে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাহিত হওয়ায় গত সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২ টা ৫ মিনিট থেকে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো।

পরে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ১১ টা থেকে ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি, বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে জলকপাট আড়াই ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি, বুধবার (০৬ আগস্ট) রাত ১১ থেকে জলকপাট তিন ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে জলকপাট সাড়ে ৩ ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিলো। এইটি ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্ছ পানিছাড়ার রেকড। পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে সর্বোচ্চ ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন