Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রী : দুই মেয়াদের বেশি চান না ৮৯% মানুষ

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম

প্রধানমন্ত্রী : দুই মেয়াদের বেশি চান না ৮৯% মানুষ

ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তিকে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি চান না ৮৯ শতাংশ মানুষ। এছাড়া প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে যাতে আগামীতে একই ব্যক্তি আসতে না পারেন, সেই বিধান চান ৮৭ শতাংশ মানুষ।

বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক (সুজন) জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জনমত যাচাইয়ের তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত জরিপটি চালানো হয়। সারা দেশে এক হাজার ৩৭৩ জনের মতামত নেয়া হয় এবং ১৫টি নাগরিক সংলাপ হয়।

অন্যদিকে, ৭১ শতাংশ মানুষ উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আসন বণ্টন চান। জরিপে অংশ নেয়া ৬৯ শতাংশ মানুষ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন।

ঘূর্ণমান পদ্ধতিতে নিম্নকক্ষে নারী আসন সংরক্ষণের পক্ষে ৬৩ শতাংশ ও উচ্চকক্ষে নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের পক্ষে ৬৯ শতাংশ মানুষ একমত বলে ওই জরিপে উঠে আসে।

বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন ৮৬ শতাংশ মানুষ। উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান ৮২ শতাংশ মানুষ।

জরিপে অংশ নেয়া ৯২ শতাংশ মানুষ মনে করেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করেছে।’ যে কারণে এই ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার বলেও মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন