Logo
Logo
×

সারাদেশ

ওয়াশরুমে ঢোকার পরেই একদিনের নবজাতক হাওয়া

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

ওয়াশরুমে ঢোকার পরেই একদিনের নবজাতক হাওয়া

ছবি-যুগের চিন্তা

নরসিংদীর একটি হাসপাতাল থেকে ১ দিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইল এলাকায় ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। তারা হাসপাতালে কারা আসে কারা যায় তার কোনো খেয়ালই রাখে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিবারের উপস্থিতেই এই ঘটনা ঘটেছে। এখানে তাদের কোন প্রকার গাফিলতি ছিলো না।

হাসপাতাল কতৃপর্ক্ষ ও স্বজনরা জানায়, শনিবার বিকালে শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজি চালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেয়। রবিবার দুপুরে হাসপাতালের কেবিনে শিশুর মা অচেতন অবস্থায় পড়েছিলো, আর পরিবারের সদস্যরা বাহিরে থাকার সুযোগে নবজাতকটি নিখোঁজ হয়। পরে হাসপাতালে নবজাতকের সন্ধানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরিহিত অপরিচিত এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে গেছে।

নবজাতকের পিতা শরিফ মিয়া জানান, দুপুরে আমার স্ত্রী, আমি ও আমার শ্বাশুড়ী কেবিনে ছিলাম। হঠাৎ একজন অপরিচিত নারী আমাদের কেবিনে আসে এবং আমাদের সাথে কথা বলতে থাকে। আমার বড় সন্তান কান্নাকাটি করায় আমি তাকে নিয়ে বাহিরে বের হই। পরে শুনতে পারি আমার সন্তান নিখোঁজ। পরে কেবিনে গিয়ে আমার শ্বাশুড়ির কাছে জানতে পারি যে, তিনি যখন ওয়াশরুমে ছিলেন এই সুযোগে ওই নারী বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়। এসময় আমার স্ত্রী অচেতন অবস্থায় ঘুমিয়ে ছিল।

তিনি আরো বলেন, হাসপাতাল থেকে এক দিনের নবজাতককে কেউ বাইরে নিয়ে যাবে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলবে না সেটা কি করে হয়। এখানে এটাই প্রমাণ করে এ চুরির সাথে হাসপাতালের লোকজনই জড়িত। আর যদি জড়িতই না থাকতো তবে এক দিনের নবজাতককে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কেন জিজ্ঞাস করেননি এবং আমার স্ত্রীর নাম পরিচয়ও কিভাবে জানলো।

হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার নাম নিয়ে স্বজনের পরিচয়ে একটি মহিলা ঢুকে। তখন রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলো। এরপরই নবজাতকটি নিখোঁজ হয় বলে জানান রোগীর স্বজনরা। সিসিটিভির ফুটেজে বিষয়টি সম্পর্কে আঁচ করা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, একটি নবজাতক চুরি ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নবজাতকটি উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন