জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্ট বিভ্রাট ঘটে। এতে ট্রেনটি ব্রডগেজ লাইনের পরিবর্তে ভুল করে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে এবং লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্মকর্তারা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জয়দেবপুর স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। রেল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।



