Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ট্রাভেল ব্যাগে পাওয়া আট টুকরো মরদেহের মাথা উদ্ধার, গ্রেফতার ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৯ পিএম

গাজীপুরে ট্রাভেল ব্যাগে পাওয়া আট টুকরো মরদেহের মাথা উদ্ধার, গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া আট টুকরো মরদেহের রহস্য আরও গভীর হলো। শনিবার (৯ আগস্ট) বিকেলে বনমালা রোডের একটি বাসার বাথরুমের কার্নিস থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নিহত অলি মিয়ার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-১ এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্লুলেস এই হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে বাপ্পি নামে আরও একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদের পর বনমালার একটি বাসা থেকে মাথাটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সকালে টঙ্গীর সড়কের পাশে ফেলে রাখা একটি ট্রাভেল ব্যাগ থেকে অলি মিয়ার মরদেহের আটটি টুকরো উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহত অলি মিয়া নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি গাজীপুরে আজমিরি পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে নেমেছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদে হত্যার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন