Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি

Icon

বগুড়া অফিস :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি

ছবি-যুগের চিন্তা

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বগুড়া প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১১টায় শহরের সাতমাথা জিরোপয়েন্টে এ কর্মসূচি হয়।

বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা, স্টাফ রিপোর্টার এস এম কাওসার, সম্পাদক বাদল চৌধুরী, স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, ব্যুরো প্রধান মেহেরুল সুজন, সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, প্রতিনিধি সুমন সরদার, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, হারুন উর রশিদ তালুকদার ও সম্পাদক খন্দকার আব্দুর রশিদ প্রবাল প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি হত্যার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান তারা।

সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিক তুহিনসহ গুম-খুনের সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন