Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ

Icon

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ

ছবি - মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়ার এলাকার যুবসমাজের আয়োজনে মানববন্ধন

মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়ার এলাকার যুবসমাজ। চারদিকে যখন মাদকে সয়লাব তখন ওই এলাকার যুবকরা মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া স্কুল মোড়ে গ্রামের যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গ্রামের তরুণ ও যুবসমাজের প্রতিনিধ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুমের সভাপতিত্বে ও এনামুল হাসান রোমানের পরিচালনায় বক্তব্য রাখেন হুমায়ূন কবির, কামরুল ইসলাম, শফিউল আলম অপু, আমজাদ হোসেন রাসেল, আব্দুল আউয়াল বাবুল বাবুল, খালেদ হাসান জুম্মন প্রমুখ।

জানা গেছে, সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকার একটা বড় অংশ মাদক কারবারের সঙ্গে জড়িত। দিন দিন বাড়ছে মাদক গ্রহীতার সংখ্যা। এতে করে স্থানীয় অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়। অপরদিকে যুবসমাজের একটা বড় অংশ মাদক গ্রহণের ফলে বেকারত্বের হার বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। সামাজিক অবক্ষয়ের ফলে দুর্নীতি তথা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে ওই এলাকার যুবসমাজ। এদিকে মানববন্ধনে অংশ নেওয়া জনসাধারণের একটা বড় অংশ যেকোনো মূল্যে মাদককে নির্মূল করতে যা কিছু করার তার সবকিছু করতে আগ্রহ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি চক্র তাদের এই মাদক কারবার পরিচালনা করে আসছিল।

হুমায়ূন কবির বলেন, আমাদের গ্রামে ৫টি মাদকের স্পট আছে। এর কারণে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছেগ্রামের ছেলেরা বিপথগামী হওয়ায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বাড়ছে। আমরা সামাজিকভাবে অনেক চেষ্টা করেও ফল পাইনি। প্রশাসন কয়েকজনকে ধরলেও কিছুদিন পর ছাড়া পেয়ে যায়। আমরা তাদের শক্ত হাতে দমনের জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদসহ নানা অপরাধের অন্যতম উৎস মাদক। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন