কাপ্তাই বাঁধকে বিপদমুক্ত রাখতে ১৬ জলকপাট উন্মুক্ত
মোহাম্মদ আলী রাঙ্গামাটি :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম
ছবি-যুগের চিন্তা
কাপ্তাই বাঁধকে বিপদমুক্ত রাখার লক্ষে বাঁধের ১৬ স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধির ফলে বাঁধ বিপদসীমার কাছাকাছি হওয়ায় সোমবার রাত সোয়া বারোটার সময় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুত উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
উজান থেকে নেমে আসা বন্যার পানিও টানা বর্ষণের ফলে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধ বিপদসীমায় পৌছেগেছে । পাশাপাশি রাঙামাটি জেলা শহরসহ লংগদু বাঘাইছড়ি ও বরকল উপজেলার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। যার ফলে বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
একই সঙ্গে হাজারো একর ফসলি জমি বীজতলা পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য সোমবার মধ্যরাত থেকে বাঁধের স্পিলওয়ে ছেড়ে দেয়ারজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান। সোমবার দিবাগত রাত ১২ টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ অতিক্রম করে বিপদসীমায় পৌছায় ।ফলে ৫ আগষ্টের শুরুতে রাত ১২টা পর পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে উপরে তুলে পানি ছেড়ে দিয়েছি।
এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিটের টারবাইনের মাধ্যমে বিদ্যু উৎপাদন জন্য সেকেন্ডে আরোও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে। এনিয়ে বর্তমানে কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ প্রতি সেকেন্ড পানি ছাড়ছে সর্বমোট ৪১ হাজার কিউসেক পানি।
পানি ছাড়ার বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভাটি অঞ্চলের মানুষকে অবহিত করা হয়েছে। পানির ইনফ্লো বিবেচনা করে আমরা আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে অবহিত করেছি যে মঙ্গলবার সকাল ৯ টায় পানি ছাড়া হবে।কিন্তু এর মধ্যে কর্ণফুলি হ্রদের পানি মুহূর্তে বেড়ে যাওয়ায় আমরা সোমবার দিনগত রাত ১২টা ২ মিনিটে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে বলে তিনি জানান। ছেড়ে দেয়া অতিরিক্ত পানি ভাটি অঞ্চলের মানুষকে আতংকিত করবেনা বলে জানান। #



