Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে বিজয় র‌্যালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

Icon

ফেনী প্রতিনিধি :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৩:১৯ পিএম

ফেনীতে বিজয় র‌্যালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ছবি - দাগনভূঞা উপজেলা বিএনপির বিজয় র‌্যালি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিজয় র‌্যালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছালে প্রতিপক্ষ হামলা করে।

সময় উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্যসচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, হামলায় অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত ফটিক।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরোপয়েন্টে রক্তদান কর্মসূচি করছি। এ সময় তারা মিছিল থেকে আমাদের কটাক্ষ করে। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে আমরা তা নিবৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগ সত্য নয়। বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিজয় র‌্যালিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক নিবৃত করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন