Logo
Logo
×

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাটহাজারী শহীদদের কবরে শ্রদ্ধা ও মোনাজাত

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাটহাজারী শহীদদের কবরে শ্রদ্ধা ও মোনাজাত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাটহাজারীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন, হাটহাজারী, চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহিদ মোহাম্মদ ইউছুফ ও শহিদ মোহাম্মদ জামাল উদ্দীনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়শ্রী দে সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ মোহাম্মদ ইউছুফ, শহিদ মোহাম্মদ জামাল উদ্দীন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন