বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু ইটভাঁটার পাশে জমির ড্রেনের ভেতর মরদেহটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, মরদেহটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। কয়েকদিন আগের হওয়ায় মরদেহ ফুলে গেছে ও বিকৃত হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



