বগুড়ায় ছিনতাইকারীদের কবলে ছাত্র আন্দোলনের সাবেক নেতা
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
ছবি - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব সাকিব খান
বগুড়ায় ছিনতাইকারীর কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব সাকিব খান। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব খান জানান, আন্দোলনে আহত এক জুলাইযোদ্ধার কাছে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দাওয়াতপত্র পৌঁছে দিতে তিনি অটোরিকশায় করে চারমাথা থেকে মাটিডালি যাচ্ছিলেন। অটোরিকশায় বসে মুঠোফোনে কথা বলার সময় পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার অ্যানড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তিনি অটোরিকশা থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ওসি হাসান বশির বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এটি পরিকল্পিত হামলা নাকি সাধারণ ছিনতাই— দুটো দিকই খতিয়ে দেখা হচ্ছে।



