মুক্তিপণ দাবির ঘটনায় স্ত্রীসহ গ্রেপ্তার ৬
মির্জাপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:৫২ পিএম
ছবি-সংগৃহীত
মির্জাপুরে স্বামীকে অপহরণ করিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে জিম্মি অবস্থায় থাকা ভুক্তভোগী রহিম মিয়াকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মীর দেওহাটা গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের মেয়ে আকলিমা বেগম (৪০)।
মির্জাপুর থানা ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিরা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্ব দিত। কিন্তু এর অন্তরালে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করছিল বলে অভিযোগ পাচ্ছি। এমন একটি ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



