পাহাড় ধসে সড়ক বন্ধ, ৬ ঘণ্টা পর চালু
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটিতে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির চট্টগ্রাম ও বাঘাইছড়ি দীঘিনালা সড়কের কয়েক স্থানে সড়কের পাশে পাহাড় ধস হয়েছে। এই সব সড়কের পাশে লাল পতকা টাঙ্গিয়ে দিয়ে যানবাহন চলা চল করছে।
বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তজেলা মারিশ্যা দিঘিনালা সড়কে রোববার সকালে ৩ স্থানে পাহাড় ধসে পড়ায় যানজাহন চলাচল বন্ধ রয়ে যায়্ সড়ক বিভাগ ৬ঘন্টা প্রচেষ্টা চালিয়ে সড়কটি ফের যান চলাচলের উপযোগী করে তোলে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে বলে তিনি জানান।
রোববার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের ফলে ভোরের দিকে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে চট্টগ্রামগামী বাসসহ ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়ে। দুপুর ১টা নাগাত যানবাহন চলাচল শুরু হয়েছে। #



