ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় যুবক
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নদী আক্তার (২৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পরে থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান আবির (৩০) নামে এক যুবক। নিহত নদী রবিউলের ছোট ভাইয়ের স্ত্রী।
রোববার (৩ আগস্ট) সকালে বন্দরের কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হাসান আবির ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে ছোট ভাইয়ের বউ নদী আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে রবিউল। পরে হত্যাকারী রবিউল হাসান আবির থানায় এসে আত্মসমর্পণ করে। সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।



