Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের জলাবব্ধতা দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

Icon

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম

নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের জলাবব্ধতা দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ডিএনডি বাঁধের জলাবব্ধতা দূরীকরণের দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। রবিবার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রধান করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এসময় এলাকাবাসী বলেন, ডিএনডি বাঁধের ৩০ লাখ মানুষ দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার শিকার। এর স্থায়ী সমাধানে দীর্ঘ কয়েক বছর ধরে দাবি করে আসলেও কার্যত কোনো ফলাফল পাচ্ছি না। চলতি বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে বাঁধের ভেতরে মানুষ এখন পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়, রাস্তা-ঘাট, হাট-বাজার ও বাড়ি-ঘর পানিতে তলিয়ে আছে। মানুষের এই দুর্ভোগ লাঘবে সরকার কিংবা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়; যা দুঃখজনক।

স্থানীয় বাসিন্দাদের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়ে বিগত ০১-১০-২০২৪ ইং এবং ২৫-০৫-২০২৫ ইং তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি আবেদন জমা দিই যার অনুলিপি জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বরাবরও প্রেরণ করি। কিন্তু এখনও পর্যন্ত জলাবব্ধতা নিরসনের উদ্যোগ লক্ষণীয় নয়।

২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন ডিএনডির জলাবব্ধতা নিরসনে বাঁধের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পাম্প স্থাপন করে মানুষের দুর্ভোগ লাঘব করা হয়। পরবর্তীতে ২০০৭ সাল থেকে অদ্যবধি মানুষকে জলাবন্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কোনো ভূমিকা লক্ষণীয় নয়। ফলে এখানে দুর্ভোগে থাকা লাখও মানুষ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। মানুষের এই ক্ষোভ বিস্ফোরিত হওয়ার পূর্বে জলাবন্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ডিএনডির জলাবদ্ধতা নিরসের দাবিতে দুই দফা দাবি উত্থাপন করছি। ০১: দ্রুত জলাবদ্ধতা দূর করার জন্য সরকারের পক্ষ থেকে অবিলম্বে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ এবং ০২: জলাবন্ধতার স্থায়ী সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন