Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

Icon

রাঙামাটি প্রতিনিধি :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম

পাহাড়ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

ছবি - রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধস

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা-দীঘিনালা সড়কের তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার ভোর থেকে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল শনিবার গভীর রাতে বৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলার সঙ্গে জেলা সদরসহ ঢাকা-চট্টগ্রামে সড়কপথে যোগাযোগের একমাত্র পথ মারিশ্যা-দীঘিনালা সড়ক।

যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতভর বাঘাইছড়িতে বৃষ্টি হয়। এতে বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে পড়া মাটি সড়কের ওপর পড়ে। পাহাড়ধসের বিষয়টি না জেনে আজ ভোরে সড়কটিতে গিয়ে যানবাহন নিয়ে আটকে পড়েন অনেক চালক।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দূরপাল্লার যানবাহন শান্তি পরিবহনের লাইনম্যান মো. গিয়াস উদ্দিন আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বলেন, ‘পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা জানতে পেরেছি, তিনটি স্থানে পাহাড়ধস হয়েছে। এখনো ধসেপড়া মাটি সড়ক থেকে সরানোর কাজ শুরু হয়নি।’

সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বেলা ১১টার দিকে বলেন, ‘মারিশ্যা-দীঘিনালা সড়কে দু-তিনটি স্থানে পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে ধসেপড়া মাটি সরানোর চেষ্টা চলছে। আমরা দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে মাটি সরানোর কাজ শেষ করতে পারব।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক থেকে মাটি সরানোর জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন