Logo
Logo
×

সারাদেশ

তাড়াশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

তাড়াশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি-যুগের চিন্তা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এসএসসি পরীক্ষায়  জিপিএ -৫ প্রাপ্ত   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ মার্চ) নওগাঁ ডিগ্রী কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান ইকবাল শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের  প্রফেসর ড. ইসমাইল হোসেন,  বিশেষ অতিথি ছিলেন নটরডেম কলেজের বাংলা বিভাগের প্রভাষক নূরে মোস্তফা বাবু।


সহকারী অধ্যাপক  মো. আব্দুস সালাম ও মো. ইয়াসিন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বেলাল হোসেন  আনসারী, সহকারী  অধ্যাপক মো.আব্দুল গফুর, জিবি সদস্য মো. রফিকুল ইসলাম নান্নু,

প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাহার আলী, খালেক, প্রাক্তন জিন্দানী ডিগ্রী কলেজর প্রাক্তন শিক্ষার্থী, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ আল-আমিন হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, সহকারী কর কমিশনার মো. আল আমিন সহ অন্যান্যরা।


এ সময় অতিথিবৃন্দ জিন্দানী ডিগ্রী কলেজর পক্ষ থেকে ২০২৫ সালে তাড়াশ, উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার  বিভিন্ন  উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা থেকে  জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন