Logo
Logo
×

সারাদেশ

ব্যবসায়ীকে চিঠি, ‘আর বাঁচতে পারবি না, দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না’

Icon

টাঙ্গাইল প্রতিনিধি :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম

ব্যবসায়ীকে চিঠি, ‘আর বাঁচতে পারবি না, দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না’

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওই ব্যবসায়ীর নাম আজহারুল ইসলাম। শুক্রবার তিনি এই চিঠি পান বলে জানা গেছে।

চিঠিতে লেখা রয়েছে, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারও সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তা হলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘মনে রাখবি প্রশাসন তোর সঙ্গে সবসময় থাকবে না। আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’

এ ছাড়াও চিঠিতে লেখা আছে, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখ রোববার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।’

এ বিষয়ে সন্তোষ এলাকার স্থানীয় নুরু মিয়া বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরেও এ ধরনের ঘটনা আমাদের সন্তোষ এলাকায় হয়নি। এ চিঠিতে ব্যবসায়ী মহলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।’

আজাহারুল ইসলাম বলেন, ‘আমার কর্মচারী নিশা অশিক্ষিত লোক। তিনি দীর্ঘদিন ধরে আমার কাছে থাকেন। বৃহস্পতিবার রাতে অচেনা এক লোক তাকে একটি চিঠি দেয়। তিনি সে চিঠি পরের দিন শুক্রবার সকালে আমার হাতে দেন। এ সময় কর্মচারী নিশা বলেন, একটি ক্লাব থেকে আপনাকে এই চিঠি দিয়ে গেছে।’

আজাহারুল আরও বলেন, ‘চিঠি খুলে দেখার পর আতঙ্ক কাজ করছে। সেই সঙ্গে আমার পরিবার আতঙ্কে রয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় আজহারুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে। খুব দ্রুতই বিষয়টি শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন