Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু হ্রদের পানিতে

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৭ পিএম

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু হ্রদের পানিতে

ছবি-যুগের চিন্তা

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী পর্যটনের ঝুলন্ত সেতু পানির নিচে তুলয়ে গেছে। সেতুর পাটাতন ৬ইঞ্চি পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটন কতৃপক্ষ সেতুর ওপর দিয়ে সকল ধরনের পর্যটক চলাচলে ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

বুধবার সকাল থেকে ঝুলন্ত সেতুতে লেকের পানি উঠে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল নিষেধ ঘোষণা করেছেন পর্যটন করপোরেশন। এই বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বুধবার থেকে কর্তৃপক্ষের নির্দেশ আনুসারে পর্যটকদের দুর্ঘটনা এড়ানোর জন্য সেতুর ওপর দিয়ে সকল ধরনের লোক চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে । যতদিন সেতুতে লেকের পানি থাকবে ততদিন সেতুর ওপর দিয়ে সর্বসাধরণের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলে তিনি জানান।

পানি বিদ্যুত কেন্দ্র সূত্রে জানা গেছে বর্তমনে অতিবৃষ্টির কারণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেছে ১০৫. ৫৪ এমএস এল এর উপরে আছে । পানির এই স্তর ১০৮.৫০ হলে হ্রদের পানি ১৬টি স্পিল ওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়। এই ঝুলন্ত সেতুটি ১৯৮৬ সালে তৈরি হয়েছিল পানির স্তর ঠিক মত যাচাই না করার কারণে প্রতি বছর লেকের পানি বৃদ্ধি পেলে এই আকর্ষণীয় সেতুটি বন্ধ করে রাখতে হয়। এতে করে একটি বিরাট অঙ্কের লোকসান গুনতে হয় সংস্থাটিকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন