Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় খাল রক্ষা ও মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

Icon

পাইকগাছা, খুলনা প্রতিনিধি :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

পাইকগাছায় খাল রক্ষা ও মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

ছবি - পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাস খাল উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাস খাল উন্মুক্তকরণ, গেট পুনর্নির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় পাইকগাছা আদালতসংলগ্ন মেইন রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে ঘুরে আদালতে সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী, আকিজ উদ্দিন, হারুন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ, জিন্নাত আলী, লিয়াকত আলী, আবু বাক্কার সানা, আবু ইসহাক প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাস খাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশনব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা খাল উন্মুক্ত, গেট পুনর্নির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন