নারায়ণগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:২৮ এএম
ছবি - শহরের খানপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের পাশে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহরের খানপুর নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের পাশে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মানুষের দোরগোড়ায় ভূমিসংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহিদ হাসান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার সাদিয়া আক্তার, সহকারী কমিশনার দেবযানী কর, সার্ভেয়ার মো. মশিউর রহমানসহ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমিসংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ৯টি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। ভূমিসেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে জেলার ভূমিসেবা গ্রহীতারা সহজেই ভূমিসংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমিসংক্রান্ত যাবতীয় সেবা পাওয়া যাবে।



