Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে কমিটি হবে : ডিসি জাহিদুল

Icon

যুগের চিন্তা রিপোর্ট:

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে কমিটি হবে : ডিসি জাহিদুল

ছবি-যুগের চিন্তা

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সভায় শহরে যানজটের কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা রয়েছে। ছোট্ট এই শহরে জনসংখ্যা খুব বেশি। কিন্তু সেই তুলনায় সড়ক কম। শহরে প্রচুর অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা তা নিয়ে কাজ করছি।

নারায়ণগঞ্জ চেম্বারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মাহে রমজান মাসে যানজট নিরসনে আমাদের সহায়তা করার জন্য। শহরে অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল নাই। যানজট নিরসনে দ্রুত সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। কমিটির পরামর্শক্রমে দ্রুত বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সবার আগে সচেতন হতে হবে।”

এদিকে, ব্যবসায়ীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের প্রধান প্রধান সড়কগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, রোগীসহ প্রতিটি শ্রেনী-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শহরের চাষাঢ়া, নিউমার্কেট, কালিরবাজার, মণ্ডলপাড়া মোড়, বঙ্গবন্ধু সড়ক, ২নং রেলগেট, পুলিশ লাইন্স, খানপুর, সদর হাসপাতাল, পঞ্চবটি এলাকা ও পুরাতন কোর্ট এলাকায় ট্রাফিক বিশৃঙ্খলা ও যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মানুষকে।

চেম্বার সভাপতি ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ট্রাফিক নিয়ন্ত্রণে সঠিক পরিকল্পনা ও নজরদারির অভাবে এই জটিলতা সৃষ্টি হচ্ছে। তাছাড়া অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত রিকশা, ট্রাক-লরি চলাচল, রাস্তার ওপর অবৈধ দোকানপাট ও হকারদের অবস্থানের কারণেও সমস্যার অবনতি ঘটছে।

চেম্বার নেতারা বলছেন, এ অবস্থার দ্রুত উন্নয়ন না হলে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়বে। তারা এ সংকট নিরসনে ট্রাফিক বিভাগ, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত পদক্ষেপ চান। ট্রাফিক ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান দিপু ভূঁইয়া।

মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটি ল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন