চমেক হাসপাতালে শিশুদের জন্য ডে কেয়ার সার্জারি সেবা শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চালু হতে যাচ্ছে নতুন একটি সেবা—ডে কেয়ার সার্জারি। “সকালে অপারেশন, বিকালে ছুটি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ আগস্ট থেকে শিশুদের জন্য দ্রুত ও কার্যকর অস্ত্রোপচারের সুযোগ মিলবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই উদ্যোগের আওতায় খৎনা, হার্নিয়া, হাইড্রোসিল, জন্মগত ত্রুটি সংশোধনসহ অন্যান্য ছোট থেকে মাঝারি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের চাপও কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। মাসে তিন দিন—প্রথম সপ্তাহের রোববার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার এবং তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার এই অপারেশনগুলো হবে শিশু সার্জারি বিভাগের বহির্বিভাগের মাধ্যমে।
চমেক হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, “হাসপাতালে রোগীর চাপ বেশি, বিশেষ করে শিশু ও সাধারণ সার্জারির ক্ষেত্রে। কিন্তু চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা সীমিত। সেই চ্যালেঞ্জ মাথায় রেখে শিশুরা যেন দ্রুত চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ।”
শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. মো. গোলাম হাবিব জানান, “অতিরিক্ত রোগীর কারণে অনেক শিশু অপারেশনের অপেক্ষায় থাকে। এনেসথেসিয়া বিভাগের সহায়তায় দুটি অপারেশন টেবিল স্থাপন করে সেবাটি চালু করতে যাচ্ছি। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হলেও এনেসথেসিয়ালিস্ট সংকট রয়েছে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হবে।”
বর্তমানে চমেক হাসপাতালে শিশু সার্জারি বিভাগের অনুমোদিত শয্যা ৪০টি হলেও ওয়ার্ড উদ্যোগে তা বাড়িয়ে ৭৬টি করা হয়েছে। নিয়মিত ভর্তি রোগীর সংখ্যা এর চেয়ে বেশি। বিভাগটি নবজাতক ও শিশুদের জন্মগত ত্রুটি, আঘাত এবং অন্যান্য জটিলতায় সার্জিক্যাল চিকিৎসা দিয়ে থাকে। এখানে নবজাতক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ইউরোলজিক্যাল সার্জারির মতো বিশেষ চিকিৎসাও দেওয়া হয়।
চমেক হাসপাতালে মোট শয্যা সংখ্যা ২,২২২ হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় ৩,২০০ থেকে ৩,৫০০ জন, যা হাসপাতালটিকে নিরবচ্ছিন্ন চাপের মধ্যে রাখে।



