বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি - বগুড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধার তৎপরতা
বগুড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার বিশা গ্রামের আরাফাত ও হাওয়া বেগম। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত।
পুলিশের এ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



