Logo
Logo
×

সারাদেশ

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:০৩ এএম

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির: আমীর খসরু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত কৃতিত্ব দাবি করে দলীয় স্বার্থে ব্যবহার করেছে আওয়ামী লীগ। তবে জুলাই আন্দোলনসহ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ভূমিকা ছিল সবচেয়ে দৃঢ়, কিন্তু কৃতিত্ব নিয়ে বিএনপি বিভাজন চায় না।

তিনি বলেন, ১ জুলাই আন্দোলনের নায়ক ছিলেন তারেক রহমান এবং ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত ছিলেন বিএনপির কর্মীরা। আন্দোলনের সময় জেলে বন্দী অবস্থায় ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথা স্মরণ করে তিনি বলেন, “তখন ১০ হাজার গ্রেপ্তারের মধ্যে ৯ হাজারই আমাদের দলের লোক”।

এই সমাবেশের আয়োজন করা হয় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে, যেখানে পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থান ও রাজনৈতিক সংস্কারের সম্ভাবনাও তুলে ধরা হয়।

আন্দোলনের আত্মত্যাগকারীদের স্বীকৃতি ও স্মরণে আমীর খসরু বলেন, “অনেকে তাদের পরিবার, ব্যবসা, জীবনের শান্তি হারিয়েছেন। স্ত্রীদের অনেকেও স্বামীকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।” তিনি দাবি করেন, “আন্দোলনের মুখ্য নায়ক ছিলেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।”

তারেক রহমানের নেতৃত্বে সহনশীল রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “৩১ দফার মাধ্যমে আগামীর বাংলাদেশে তরুণদের ভূমিকা ও জাতিগঠনের রূপরেখা দেওয়া হয়েছে।”

বিএনপির নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, “১৮ মাসে ১ কোটি চাকরি দেওয়ার নীতি নির্ধারণসহ সব প্রস্তুতি শেষ।”

সভায় সভাপতিত্ব করেন জাহিদুল করিম কচি, এবং প্রধান বক্তা ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ফিরে আসবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

অধ্যাপক ড. এস এম নসরুল কাদির

ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম

সাংবাদিক নেতা শামসুল হক হায়দরী ও মুস্তাফা নঈম

আইনজীবী নেতা এ এস এম বদরুল আনোয়ার

সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান

আইনজীবী ও ডাক্তার নেতৃবৃন্দ

আলোচনায় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন