Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে নিহত ১১ পরিবারকে অনুদান দিল যুবদল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০১ পিএম

ফেনীতে নিহত ১১ পরিবারকে অনুদান দিল যুবদল

ফেনীতে নিহত ১১ পরিবারকে অনুদান দিল যুবদল

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১১ শহীদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে জেলা যুবদল।

রোববার (১১ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন যুবদলের নেতারা।

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বলেন, সেদিন ফেনীর গডফাদার নিজাম হাজারীর নির্দেশে মহিপালে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। সিহাব, মাসুদ ও শ্রাবণদের মতো তরুণদের রক্তের ওপর দিয়ে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে এ চূড়ান্ত বিজয় এসেছে। এ আন্দোলনে জেলার প্রত্যেক শহীদ পরিবাকে এক প্রবাসীর মাধ্যমে এক লাখ টাকা করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পাশাপাশি আহতদের জন্যও সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ স্বাধীনতা পূর্ণতার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনেকে নৈরাজ্য করার চেষ্টা করছেন। দলের নাম ভাঙিয়ে কেউ যদি এ ধরনের কাজ করার চেষ্টা করে আমাদের জানাবেন। এই ধরনের অপরাধে কেউ জড়িত থাকলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সহসভাপতি ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা যুবদলের সভাপতি কবির আহমদ ডিপলু, সদস্যসচিব জামাল উদ্দিন টিংকু, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম, সদস্যসচিব প্রবীর আহমেদ, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন