Logo
Logo
×

সারাদেশ

জীবননগরে বাড়িতে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

জীবননগরে বাড়িতে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়িতে ঢুকে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় হাসাদাহ ইউনিয়নের সদস্য মো. উসমান আলি জানান, ‘তিন-চার মাস আগে মনিরুল ইসলাম বালিহুদা এলাকা থেকে এসে মাধবপুর গ্রামে বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন। হঠাৎ করে দুপুরে শুনি কে বা কারা তার ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে।’


তবে কী কারণে এ হত্যাকাণ্ড সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন