বগুড়া সদর থানা। ছবি: সংগৃহীত
বগুড়ায় একটি হত্যাচেষ্টা মামলার রাজসাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্ত আসামি। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টায় শহরের নবাববাড়ি রোড এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়।
আহত যুবক শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে এ.কে.এম ওসামা (২০)। পরে স্থানীয়রা ওসামাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসক সূত্র।
আহতের পরিবার ও ওসামার বরাতে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। ওসামা একটি হত্যাচেষ্টা মামলায় রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলায় আসামি ছিল জুয়েল, যে তার স্ত্রীকে বিষপানে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে।
আহতের বাবা আব্দুল কাদের বলেন, ‘বগুড়ার এক নারীকে তার স্বামী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে সেই নারী আদালতে মামলা করে। মামলার রাজসাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভেই জুয়েল শরীয়তপুর থেকে এসে ওসামার ওপর হামলা চালায়।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশির জানান, ‘আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছি। আসামীকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’



