Logo
Logo
×

সারাদেশ

বিমান দুর্ঘটনায় নিহত রাইসা মনির দাফন সম্পন্ন, গ্রামে শোকের ছায়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

বিমান দুর্ঘটনায় নিহত রাইসা মনির দাফন সম্পন্ন, গ্রামে শোকের ছায়া

ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯)-এর দাফন সম্পন্ন হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার নিজ গ্রামে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

রাইসার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত পরিবার ও গ্রামবাসীর কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ। আত্মীয়-স্বজন ও আশপাশের গ্রামের শতশত মানুষ জানাযায় অংশ নেন এবং শেষবারের মতো রাইসাকে এক নজর দেখতে জড়ো হন।

বিমান দুর্ঘটনার পর রাইসা নিখোঁজ ছিলেন। তার বাবা শাহাবুল শেখ মুখমণ্ডলের পুড়ে যাওয়া আংশিক অংশ দেখে তাকে শনাক্ত করেন। তবে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়ে। গত মঙ্গলবার তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

রাইসার চাচা ইমদাদুল শেখ জানান, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর তারা প্রথমবারের মতো সিএমএইচ-এ রাইসার মরদেহের সন্ধান পান। রাইসার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ দগ্ধ ছিল, মুখমণ্ডলের আংশিক অংশ দেখে তাকে শনাক্ত করেন তার বাবা।

রাইসা ফরিদপুরের বাজড়া গ্রামের শাহাবুল শেখ ও মীম আক্তার দম্পতির তিন সন্তানের মধ্যে মেজো। তার বাবা ঢাকার উত্তরা নয়া নগরে একটি গার্মেন্টস ব্যবসা পরিচালনা করেন। বড় বোন সিনথিয়া একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী, ছোট ভাই রাফসান চার বছর বয়সী।

বৃহস্পতিবার রাতে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের পথে রওনা দেন এবং শুক্রবার সকালের জানাযা শেষে দাফনের মাধ্যমে রাইসার অন্তিম বিদায় সম্পন্ন হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন