ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০২:২১ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে লিটনের (৩২) মরদেহ ভারতের হাসপাতালেই রয়েছে, আর মিল্লাত হোসেন (২১) বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত মো. আফছার (৩০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিনজন সীমান্তের তারকাঁটা বাউন্ডারির কাছে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে লিটন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে পড়ে গেলে বিএসএফ তাকে নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে মিল্লাত ও আফছারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মিল্লাতের মৃত্যু হয়।
বিজিবি জানায়, ঘটনার পেছনে সীমান্ত চোরাচালান সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। দুই দেশের নাগরিক জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও বিজিবি সূত্রে বলা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে, এবং সীমান্তে গুলির ঘটনার বিরোধিতা করা হবে। বিজিবি জানিয়েছে, তারা সার্বক্ষণিকভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে।



