কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩
কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নতুন বন্দর স্থলবন্দরের পাশে সীমান্তবর্তী ভন্দুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভন্দুরচর গ্রামের মৃত গোলাম শহিদের ছেলে বুলু মিয়া (৬০), ফুলবাবু (৪৭) এবং আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪৫)।
স্থানীয়রা জানান, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে শাহাজাহান মিয়ার লোকজন সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
সংঘর্ষে আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’



