Logo
Logo
×

সারাদেশ

ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের সহযোগিতা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:৫২ পিএম

ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের সহযোগিতা

ছবি-যুগের চিন্তা

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃত্বি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মমতাময়ী মায়ের অসুস্থতার চিকিৎসার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয় থেকে ২লক্ষ টাকার চেক পাঠিয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বুধবার বিকালে এই চেক ঋতুপর্ণা চাকমার বোন তার অসুস্থ মায়ের পক্ষে গ্রহণ করেছেন।

ঋতুপর্ণা চাকমার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রন্ত হয়ে পড়ে আছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না। এই বিষয় নিয়ে যুগের চিন্তায় বির্পোট প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এর কয়েকদিন পর সফরসঙ্গীদের নিয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দুর্গম পাহাড়ি পথ ও কাদা-পানির ছড়া পেরিয়ে রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি গ্রামে তার মায়ের খোঁজ খবর নেন।

গত ৯ জুলাইএই নেতা তার বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন অসুস্থ ভুজোপতি চাকমার নিকট । তিনি বিএনপির পক্ষ থেকে ২ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দেন। উল্লেখ্য ভুজোপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং ইতোমধ্যে তিনি তিনটি কেমোথেরাপি নিয়েছেন। প্রতি ২১ দিন পরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে গিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে। তার অসুস্থায় অনেকে সহায়তার হাত বাড়িয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন