Logo
Logo
×

সারাদেশ

নাটোরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ছয়

Icon

নাটোর প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:২৮ এএম

নাটোরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ছয়

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়ার আইলমাড়ি ব্রিজের কাছে বনপাড়া-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিস নিহতদের পরিচয় জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহত দুইজনের মধ্যে একজনকে বড়াইগ্রামের আমেনা হাসপাতাল এবং আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন