Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ছবি - কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম পাউবো কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ৫৬ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি ১২ সেন্টিমিটার ব্রহ্মপুত্র নদের পানি ২ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজারহাট উপজেলার তিস্তা চরের সরিষাবাড়ি গ্রামের কৃষক কাইয়ুম বলেন, ‘রোববার থাকি তিস্তার পানি বাড়বেইছে। তবে বন্যা হবার মতো পানি বাড়ে নাই। পানি যদি আরও জোরে বাড়ে তাহলে সবজি খেতগুলো নষ্ট হবে।’

পাশের বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘তিস্তায় পানি বাড়লেও বন্যার হবার মতো পানি বাড়েনি। কারণ চরগুলো এখনও ডুবেনি।’

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা নদীসংলগ্ন স্বল্পমেয়াদী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন